সিলেটর আলোঃঃ রিপোর্ট : অবশেষে সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাসে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর নির্দেশে দক্ষিণ সুরমা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা অভিযান পরিচালনা করেন। এসময় পাথর মজুত ও নিষিদ্ধ ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙ্গার দায়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসা সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, নিষিদ্ধ ক্রাশার মেশিনের বেল্ট কাটা হয় এবং মেশিনের অনেক যন্ত্রাংশ জব্দ করা হয়। তাছাড়াও ২ দিনের ভিতরে ওই এলাকা থেকে মালামাল সরানোর জন্য নির্দেশ দেয়া হয়। গত ২১ জুলাই এনিয়ে খবর প্রকাশ হলে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
এদিকে, অভিযানের খবর শুনে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী এবং দক্ষিণ সুরমা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে ধন্যবাদ জানান।
তারা বলেন, এখন থেকে শান্তিতে ঘর বাড়িতে থাকা যাবে। বাচ্চারা একটু সময় লেখা-পড়া করতে পারবে। এছাড়া, রাস্তায় চলাচলেও আর ধুলোবালির জন্য নাক-মুখ চাপা দিয়ে এলাকার কোন মানুষ হাটতে হবে না।
এবিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী বলেন, পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজ দক্ষিণ সুরমা উপজেলায় হতে দেয়া হবে না। তিনি যত বড় ক্ষমতাবান হন, আইনের আওতায় আনা হবে। পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর বাইপাসে লোকালয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে আলমপুর এলাকার সাইফুল ইসলাম চলিয়ে আসছেন রমরমা পাথর মজুত ও নিষিদ্ধ ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙ্গার কাজ। এনিয়ে গত ২১ জুলাই এনিয়ে খবর প্রকাশ হলে ২২ জুলাই দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন অভিযান চালায়।