সিলেটের আলো::
বৈশ্বিক মহামারী করানা ২য় ঢেউয়ের লকডাউনে কাউনিয়ায় পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পরে মুচি পরিবার গুলো। তাদের কথা বিবেচনা করে প্রতাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে কর্মরত ১৪টি মুচি পরিবার কে প্রতিজন জন কে ৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আর্থিক অনুদান প্রদান করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, সভানেত্রী যুব মহিলালীগ হাসনা পারভিন মুক্তি, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, আমসা এর সাবেক সভাপতি ডাঃ ফেরদৌস হাসান জনি, সাংবাদিক জহির রায়হান, তুষার, নিতাই, আসাদ প্রমূখ। প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল বৈশ্বিক মহামারী করানা ২য় ঢেউয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।