শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. হাফিজুর রহমান বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সৈরাচারী বর্তমান সরকারের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে বিএনপির বিকল্প নেই। আজ আ’লীগ সরকারের অপরাজনীতিতে জনগণ অতিষ্ট। আগামী সংসদ নির্বাচনে দেশের জনগন বিএনপিকে ভোট দিতে অধীর আগ্রহে আছে। তিনি আরো বলেন, আমাদের উপজেলায় কিছু মহল নিজেদের বিএনপি নেতা দাবী করেন অথচ তারা উপজেলা ও পৌরসভা নির্বাচনে বিএনপির বিপক্ষে ভোট করেন। এসব সুবিধাবাদী নামধারী বিএনপি নেতারা যে আগামী দিনেও মাঠে থাকবে না, তাতে কারো সন্দেহ নেই। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এক উদ্ভুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মহিলা সংসদ সদস্য নুর আফরোজ জ্যেতি। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা সমবায় দলের সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম, ইউপি সদস্য তোজাম্মেল হক, দুলা মিয়া, বিএনপি নেতা পিন্টু, আনছার আলী, স্বপন, যুবনেতা জিয়া, রনজু, তারেক জাহাঙ্গীর, রানা, লুৎফর রহমান, ছাত্রদল নেতা আরিফুল, বিপ্লব, শিমুল, জিন্নাহ, শাহারুল সহ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।