আসসালামুআলইকুম মুহতারাম,
আপনি জেনে অবশ্যই খুশি হবেন যে, আগামী ১০ জানুয়ারী, বুধবার দিবা- রাত্রী আপনাদের প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর এর ৬৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত মহতি মাহফিলে দেশ বরেণ্য উলামা- মাশায়েখগণ তাশরিফ আনবেন এবং জিন্দা- মুর্দা, দেশী- বিদেশী, সুস্হ-অসুস্হ সবার জন্য দো’আ করা হবে।
এতে আপনার/ আপনাদের উপস্হিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি।
ইন্তেজামিয়া কমিটির পক্ষে
মাওলানা জিলাল আহমদ
মুহতামিম, অত্র মাদরাসা