অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের অশোকসেন সার্বজনীন গোবিন্দ মন্দিরে ব্যাপক কর্মসূচী পালিত হয়। মন্দিরের সেবায়েত ও সভাপতি শ্রী রবীন্দ্র নাথ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন পল্লী চিকিৎসক মনোরঞ্জন সরকার, অরুণ মজুমদার, দীপক মজুমদার, নিখিল হালদারসহ অন্যান্য ভক্তবৃন্দ। স্থানীয় সমাজ সেবক ও আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, স্থানীয় মহাদেব মজুমদার, নির্মল হালদার, কালীপদ হালদার, পলাশ মজুমদার, রাজ্যেশ্বর হালদার, সমীর হালদারসহ বিভিন্ন ভক্ত ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও হিন্দু ধর্মের প্রসার ও ভক্তদের কল্যাণে তার মহিমান্বিত কর্মকান্ডের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী বিষ্ণু মন্দির, আগৈলঝাড়া ইসকন মন্দির, গৈলা শ্রীশ্রী গোবিন্দ মন্দির, তালতারমাঠসহ বিভিন্ন মন্দিরে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।