সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফর শেষে দেশে ফেরায় সিলেট নারী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় আজাদুর রহমান আজাদের নিজ বাসভবনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, নারী কল্যাণ সংস্থার সভানেত্রী স্বপ্না রহমান, সহ-সভাপতি মিনা বেগম, এলি বেগম, রাশনা বেগম, মুক্তা বেগম, মুন্নি বেগম, সেলিনা আক্তার, পপি বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী, জেলা যুবলীগ নেতা হিরক দে পাপলু, অলক চক্রবর্তী, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. হিলাল উদ্দিন শিপু, কুটন উদ্দিন হেলাল প্রমুখ।