নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। নানা আচারের মধ্য দিয়ে শুক্রবার মহানবমী পালিত হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের।
পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, গতকাল সারা দেশের সব পূজামণ্ডপে মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এখানে আরতি প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়, এবার সারা দেশে ৩০ হাজার ৭৭টি মণ্ডপে পূজা হয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫টি।