আজ ১২ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনেই পাক হানাদার বাহিনী বিতাড়িত করে মুক্ত করা হয় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। এ উপলক্ষে মঙ্গলবার গোলাপগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ড ও সন্তান কমান্ড এর যৌথ উদ্যোগে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্তান কমান্ড উপজেলার সাবেক সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর ছামিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালিক, সাবেক জেলার সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, সাবেক কমান্ডার আসমান উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ডেপুডি কমান্ডার আব্দুল আহাদ, সাংগঠনিক কমান্ডার নায়েক আব্দুল মুহিত, পৌর কমান্ডার হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পৌর কাউন্সিলর ফজলুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর মুন্না, জেলা সন্তান কমান্ডের সদস্য মোজাম্মিল আহমদ, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার সহ সভাপতি মো: সুজন আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহের আহমদ মারুফ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাবলু, পৌর সন্তান কমান্ডের আহবায়ক মনজিল আহমদ, সদস্য সচিব আরাফাত হোসেন সোহাগ, উপজেলার সদস্য আলী হোসেন, কামরান হোসেন, রশিদ আহমদ, কবির আহমদ, আব্দুল মুকিদ, সাদিকুর রহমান খান, জামিল আহমদ, তারেক আহমদ, রাবিউল আহমদ, কে এম আব্দুল্লাহ, মো: মইন উদ্দিন, রুমন আহমদ, ফখরুল ইসলাম, ইয়ামিন আহমদ, আহমদ সোহেল, দেলওয়ার হোসেন দিলু, শামীম আহমদ, মুসতাফিজুর রহমান, জাহেদ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, আলী হোসেন, জাহাঙ্গীর আলম শিপন, জাহেদুল হক, নুরুল ইসলাম, ছেরাগ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।