মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি জয়া মারীয়া পেরেরা, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মোবারক হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবর রহমান, ফরিদুল আলম পিন্টু, এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক কাহিরুল ইসলাম বিপ্লব, তপন কুমার সরকার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।