সিলেটের আলো : আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দাব্বাগ ওয়েফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেট নগরীতে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর কদমতলী এলাকায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ করেন আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দাব্বাগ ওয়েফেয়ার ট্রাস্ট ইউকে’র সিলেট প্রতিনিধি এইচ এম আব্দুর রহমান। এই কর্মসূচি বাস্তবায়ন সহযোগিতায় ছিলেন হাফিজ সাব্বির আহমদ।
এইচ এম আব্দুর রহমান বলেন, বিশে^র আর্তমানবতার সেবার লক্ষে শায়েখ আহমেদ দাব্বাগ এই ট্রাস্টের ফাউন্ডার ও কর্ণধার হিসেবে পরিচালনা করে যাচ্ছেন। এ ট্রাস্টের মেম্বার হিসেবে বাংলাদেশী কমিউনিটির পক্ষে কাজ করছেন মি: কিবরিয়া চৌধুরী, মি: ফখরুল ইসলাম ও মি: ছাদিক মিয়া। বিশে^র সব দেশের মত এই ট্রাস্ট বাংলাদেশের বিভিন্ন জেলায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও দাব্বাগ ওয়েফেয়ার ট্রাস্ট ইউকে বাংলাদেশের মানুষের পাশে থাকবে বলে এ ট্রাস্টের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী এম আব্দুল কুদ্দুস, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী মিয়া প্রমুখ।