সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে চার নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চলিয়ে তাদের আটক করে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব।
তিনি জানান, এ অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জানু মিয়া। আটক নারী-পুরুষদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরের রাজমনি ও দক্ষিণ সুরমার হোটেল সেতারায় অভিযানে যায় ডিবি পুলিশের দুটি দল। এ সময় জিন্দাবাজার পয়েন্টস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে আটজন ও দক্ষিণ সুরমার হোটেল সেতারা (আবাসিক) থেকে দুইজনকে আটক করা হয়। রাজমনিতে পাঁচ পুরুষ ও তিন নারী আর সেতারা থেকে হোটেল ম্যানেজার ও এক নারীকে আটক করা হয়।