সিলেট স্বার্থহীন সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপনায়
“ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন”
এই স্লোগান কে সামনে নিয়ে দীর্ঘ এক বছর ধরে
অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে না দেয়ার
সচেতনতায় কাজ করছে ফুড ব্যাংকিং টিম সিলেট।
গত ৩০ সেপ্টেম্বর, রবিবার মধ্যরাতে উপশহর এলাকার
“শাক ভাত” রেস্টুরেন্ট থেকে
কল আসে ফুড ব্যাংকিং টিম সিলেটের কল সেন্টারে
সেখানে বেশ কিছু গরুর গোশত অবশিষ্ট রয়ে গেছে
উনারা সে গুলো অপচয় করতে চাইছেন না।
ফুড ব্যাংকিং টিম সিলেট
সেই খাবার সংগ্রহ করে নিজ দায়িত্বে রেখে দেয়।
পরবর্তিতে ১ অক্টোবর সোমবার নিজেদের অর্থায়নে
ভাত, ডাল ও সবজির রান্না করে
আম্বরখানা গোল্ডেন টাওয়ারের ৩য় তালায় অবস্থিত
হযরত হাসান হোসেন (রঃ) এতিম মাদ্রাসার
প্রায় ৭৫ জন শিক্ষার্থীদের
রাতের খাবার হিসেবে দেওয়া হয়।
বাচ্চারা সেই খাবার আত্মতৃপ্তি সহকারে খায়
এবং শিক্ষক সহ সকলে আমাদের
ফুড ব্যাংকিং টিম সিলেটের দীর্ঘায়ু কামনা করে,
#চলো_শপথ_করি_অসহায়_মানুষের_পাশে_থাকি।
ব্যবস্থাপনায়ঃ
#স্বার্থহীন_সমাজ_কল্যান_সংস্থা