সিলেটের আলো :: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক স্বাস্থ্য ও রোগ পরিচর্যা বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির অধীনে অনুষ্ঠিত আর.এম.পি ১৭তম ব্যাচের চূড়ান্ত পরীক্ষায় সমগ্র বাংলাদেশে ২য় স্থান অধিকারী বিশিষ্ট কলামিষ্ট ও মানবাধিকার কর্মী মোঃ রেজাউল করিম কে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যান সমিতি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমিতির সিলেটের লামাবাজারস্থ কার্যালয়ে আজ সকাল ৯.০০ ঘটিকায় সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ এনায়েতুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ প্রদীপ কুমার দাস ও বিমুডস এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান উদ্দিন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিতসক কল্যাণ সমিতির সিলেট জেলার সভাপতি ডাঃ শাহাদত হোসেন। সভায় উপস্থিত আলোচক বৃন্দ ডাঃ রেজাউল করিমের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।