সিলেটর আলো:: বিশিষ্ট রাজনীতিববদ ও শালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার রাতে আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যানের বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ও তিনিও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান বলেন, দক্ষিণ সুরমা সর্বক্ষেত্রে একটি ঐতিহ্যবাহী অঞ্চল৷ এই এলাকার অনেক জ্ঞানীগুণীর জন্ম হয়েছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সফলতা কামনা করে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল প্রমুখ।