January 23, 2025, 1:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
ইউরোপে ভয়াবহ দাবানল, পর্তুগালে নিহত ২৩৮

ইউরোপে ভয়াবহ দাবানল, পর্তুগালে নিহত ২৩৮

সিলেটেরআলো ডেস্কঃ

ইউরোপের তিনটি দেশ-পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী। কিন্তু দাবানল কমার কোনো লক্ষণ নেই।

রোববার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পর্তুগালের উত্তরাঞ্চলে স্প্যানিশ সীমান্তের কাছে ফোজ কোয়া এলাকায় তার পানি নিক্ষেপকারী বিমান বিধ্বস্ত হলে একজন পাইলট মারা গেছনে।

পর্তুগিজ কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে গরমে অন্তত ২৩৮ জন মারা গেছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম গিরোন্ড অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ১২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

মানব সৃষ্ট বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তনে দাবানল আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর ইতোমধ্যেই প্রায় ১ দশমিক ১ সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার কার্বন নির্গমনে হ্রাসে না করলে তাপমাত্রা আরও বাড়তে থাকবে।

ফরাসি আবহাওয়া সার্ভিস রোববার দেশটির দক্ষিণের কিছু অংশে ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে এবং সোমবারের জন্য নতুন রেকর্ড পরিমাণ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবারের শেষের দিকে দেশটির আরও ২২টি আঞ্চলিক বিভাগগুলোর বেশিরভাগেই উচ্চ অরেঞ্জ সতর্কতায় জারি করে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, আগুনে এ পর্যন্ত ১০ হাজার হেক্টর বা ২৫ হাজার একর জমি পুড়ে গেছে। তিনি দমকলকর্মীদের ‘সাহসিকতার’ প্রশংসা করেন।

এদিকে, মঙ্গলবার থেকে পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। এতে গ্রামাঞ্চল দাবানলে জ্বলছে।

পর্তুগিজ আবহাওয়ার পূর্বাভাসদাতারা বলেন, আগামী সপ্তাহে কমার আগে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে।

পর্তুগালের আগুন বেশি জ্বলছে পোর্তো শহরের উত্তর-পূর্বাঞ্চল। দাবানলে এ বছর দেশটির ৩০ জাহার হেক্টর বা ৭৫ হাজার একর জমি ধ্বংস করেছে। ২০১৭ সালে পর্তুগাল বিধ্বংসী দাবানলের শিকার হয়েছিল, যাতে প্রায় ১০০ জন মারা গিয়েছিল।

এদিকে, ইতালিতে সরকার পো উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির দীর্ঘতম নদীত কিছু জায়গায় সামান্য পরিমাণ পানি রয়েছে।

গ্রীসে, দমকলকর্মীরা এথেন্সের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্রিটের উত্তর উপকূলে রেথিমনোর কাছে ফেরিজা এলাকায় আগুন নিয়ন্ত্রণ করছে। রেথিমনোর কাছে সাতটি গ্রামের লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তর মরক্কোতে, লারাচে, ওয়েজানে, তাজা এবং তেতুয়ান প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম খালি করতে হয়। কাসার এল কেবির এলাকায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আগুনে অন্তত একজন মারা গেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com