January 23, 2025, 2:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
ইতালিতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে করোনারোগীকে

ইতালিতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে করোনারোগীকে

ইতালিতে রাস্তায় পড়ে আছে করোনারোগী, লন্ডনে ট্রেনে ভিড়!

অনলাইন ডেস্ক ::

ইতালিতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে করোনারোগীকে। অন্যদিকে, সতর্কতা অমান্য করেই লন্ডনের ট্রেনে প্রচুর ভিড় দেখা গেছে। এছাড়া লন্ডনের রাস্তাঘাটেও প্রচুর ভিড় দেখা গেছে।

অথচ ব্রিটেনের সরকার লন্ডনসহ সব এলাকার মানুষকে রাস্তায় অন্য মানুষের কাছ থেকে অন্তত ২ মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে। সরকার জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। অথচ আজ সকালেও লন্ডনের ট্রেনগুলোতে প্রচুর যাত্রীর ভিড় ছিলো।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গতকালই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যের অবস্থাও ইতালির মতোই ভয়াবহ হবে।

বরিস জনসন বলেন, ‘আমরা করোনাভাইরাসের হুমকির বিষয়টি গোপন করতে পারি না। যুক্তরাজ্যে হুহু করে বাড়ছে এই ভাইরাসে অসুস্থ মানুষের সংখ্যা। আর হয়তো দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আমাদের অবস্থাও ইতালির মতোই ভয়াবহ হবে।’

‘আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি এবং জাতীয়ভাবে কোনো পদক্ষেপ না নেই তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও ইতালির মতোই ভেঙে পড়বে। ইতালির স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের মতোই খুবই উন্নত ছিলো। কিন্তু জনগণের অসেচতনতার ফলে হঠাৎ করেই করোনার বিস্ফোরণ ঘটে। এবং ঘটনার আকস্মিকতায় পুরো স্বাস্থ্যব্যবস্থা টালমাটাল হয়ে যায়। এতো বেশি রোগী আসতে থাকে যে ডাক্তার-নার্সরা হতভম্ব হয়ে যান।’

অথচ লন্ডনের মানুষজন ইতালির রাস্তায় করোনা রোগী পড়ে থাকতে দেখেও সতর্ক হচ্ছে না। রবিবার ইতালির রোমে একটি বাস স্টেশনের পাশে একজন করোনারোগীকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। পরে তাকে প্যারামেডিকরা এসে উদ্ধার করে নিয়ে যায়।

রবিবার ইতালিতে একদিনেই ৬৫১ জন মারা গেছে। দেশটিতে মোট ৫৯ হাজার ১৩৮ জন করেনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ হাজার ৪৭৬ জন। আর সুস্থ হয়েছে মাত্র ৭ হাজার ২৪ জন।

ব্রিটেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। আর মারা গেছেন ২৮১ জন। তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ব্রিটেনে করোনার বিস্ফোরণ ঘটার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ৫০ হাজার ৪৫৩জন। আর মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৩০১৫ জন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com