অনলাইন ডেস্ক ::
ইতালিতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে করোনারোগীকে। অন্যদিকে, সতর্কতা অমান্য করেই লন্ডনের ট্রেনে প্রচুর ভিড় দেখা গেছে। এছাড়া লন্ডনের রাস্তাঘাটেও প্রচুর ভিড় দেখা গেছে।
অথচ ব্রিটেনের সরকার লন্ডনসহ সব এলাকার মানুষকে রাস্তায় অন্য মানুষের কাছ থেকে অন্তত ২ মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে। সরকার জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। অথচ আজ সকালেও লন্ডনের ট্রেনগুলোতে প্রচুর যাত্রীর ভিড় ছিলো।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গতকালই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যের অবস্থাও ইতালির মতোই ভয়াবহ হবে।
বরিস জনসন বলেন, ‘আমরা করোনাভাইরাসের হুমকির বিষয়টি গোপন করতে পারি না। যুক্তরাজ্যে হুহু করে বাড়ছে এই ভাইরাসে অসুস্থ মানুষের সংখ্যা। আর হয়তো দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আমাদের অবস্থাও ইতালির মতোই ভয়াবহ হবে।’
‘আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি এবং জাতীয়ভাবে কোনো পদক্ষেপ না নেই তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও ইতালির মতোই ভেঙে পড়বে। ইতালির স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের মতোই খুবই উন্নত ছিলো। কিন্তু জনগণের অসেচতনতার ফলে হঠাৎ করেই করোনার বিস্ফোরণ ঘটে। এবং ঘটনার আকস্মিকতায় পুরো স্বাস্থ্যব্যবস্থা টালমাটাল হয়ে যায়। এতো বেশি রোগী আসতে থাকে যে ডাক্তার-নার্সরা হতভম্ব হয়ে যান।’
অথচ লন্ডনের মানুষজন ইতালির রাস্তায় করোনা রোগী পড়ে থাকতে দেখেও সতর্ক হচ্ছে না। রবিবার ইতালির রোমে একটি বাস স্টেশনের পাশে একজন করোনারোগীকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। পরে তাকে প্যারামেডিকরা এসে উদ্ধার করে নিয়ে যায়।
রবিবার ইতালিতে একদিনেই ৬৫১ জন মারা গেছে। দেশটিতে মোট ৫৯ হাজার ১৩৮ জন করেনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ হাজার ৪৭৬ জন। আর সুস্থ হয়েছে মাত্র ৭ হাজার ২৪ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ৫০ হাজার ৪৫৩জন। আর মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৩০১৫ জন।