কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র উপকূলের পাটুয়ারটেক এলাকা থেকে ১৪ রোহিঙ্গা শিশু ও নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এসব মৃতদেহ ইনানী সৈকতে ভেসে আসে। নিহতদের মধ্যে নয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাই কিসলো জানান, সাগরে তিনটি ট্রলার ডুবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ রোহিঙ্গা নারী-শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশু, পাঁচজন মহিলা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন জানান, উখিয়ার উপকূলীয় এলাকা ইনানী পাটুয়ারটেক থেকে ১৪ নারী-শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে লাশগুলো রোহিঙ্গাদের। তারা সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে। রাখাইনে পুড়িয়ে দেয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে যারা বাংলাদেশ সীমান্তে আসতে পারছেন, তারা মংডু থেকে মাছ ধরার নৌকায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছে। এই পথে নৌকাডুবির ফলে প্রতিদিনই মারা যাচ্ছে অনেক রোহিঙ্গা নারী ও শিশু।