সিলেটের আলো:: আলোর পথিক ইসলামী যুব ঐক্য পরিষদের জে,এস,সি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধণা অনুষ্টান সম্পন্ন সিলেট জেলার গোলাপগন্জ উপজেলার ৪ নং লক্ষীপাশা ইউ.পির ৩ নং ওয়ার্ডের আদর্শ সামাজিক সংগঠন *আলোর পথিক ইসলামী যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ২০১৮ সালের জে, এস,সি / জে,ডি,সি পরিক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধণা অনুষ্টানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে অপস্হিত ছিলেন, জনাব নিজাম উদ্দীন সাহেব, খাদ্য পরিচালক, ওসমানি মেডিকেল কলেজ, সিলেট। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জনাব মনসুর আহমদ, ২২ চ্যায়ারম্যেন পদপার্থি গোলাপগন্জ উপজেলা, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সাউথ আফ্রিকা প্রবাসি জনাব মামুন আহমদ।, উক্ত অনুষ্টান সুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের সাধারন সম্পাদক জনাব, কামরান আহমদ, এছাড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব, রাজু আহমদ, সদস্য তানভীর আহমদ, সহ আরো অনেকে বক্তব্য পেশ করেন, উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জনাব ডা:ইব্রাহিম আলী সাহেব, জনাব জামিল আহমদ( মেম্বার) সাহেব, জনাব আব্দুর রহিম নান্টু, জনাব নুরুল ইসলাম,জনাব হিরা মিয়া, জনাব নিজাম উদ্দীন,জনাব মাও: সুহেল আহমদ, জনাব মাও:কামরুজ্জামান, জনাব মাও: জমির উদ্দীন, জনাব ছালিক আহমদ, জনাব মিলাদ আহমদ, জনাব সুমন আহমদ,জনাব সারব আলী। এছাড়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ যারা উপস্হিলেন, জনাব, হাবিজ আলী, জনাব আব্দুল কাদির, জনাব রুনু মিয়া, জনাব সিরাজ উদ্দীন, জনাব আজি মিয়া, জনাব আব্দুল খালিক, অত:পর সংগঠনের সভাপতি জনাব মাও: আব্দুস সামাদ সাহেবের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি গঠে, এবং মাওলানা জমির উদ্দীন সাহেবের দোয়ার মাধ্যমে অনুস্টানের পরি সমাপ্তি হয়।