January 23, 2025, 11:54 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
ঈদের আমেজ নেই সুনামগঞ্জের হাওরপাড়ে

ঈদের আমেজ নেই সুনামগঞ্জের হাওরপাড়ে

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের হাওর এলাকার মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহার আমেজ নেই। অন্য বছরের ঈদের মতো এবার কোরবানি দেওয়া সম্ভব হচ্ছে না বলে এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে আক্ষেপ। ঈদ যতো ঘনিয়ে আসছে, ততোই এ আক্ষেপ বাড়ছে। তাহিরপুরে একদিকে এ বছর অকাল বন্যায় হাওরের বোরো ফসল ডুবেছে, অন্যদিকে এ উপজেলার বড়ছড়া-ছারাগাঁও-বাগলী শুল্কষ্টেশন দিয়ে আইনী জটিলতায় কয়লা আমদানি বন্ধ রয়েছে। ফলে হাওর ও সীমান্তবর্তী মানুষের জীবনযাপন হয়ে পড়েছে কঠিন। চরম দুশ্চিন্তায় সময় কাটছে মানুষের। ঈদুল আযহার আর মাত্র হাতেগোণা কয়েকদিন বাকি। কিন্তু সুনামগঞ্জের হাওরপাড়ে যেন ঈদের কোন আমেজই নেই। হাওরপাড়ের মানুষদের কোরবানির জন্য কোনো গরু, ছাগল বা অন্য কোনো পশু ক্রয় করতে দেখা যাচ্ছে না। এমনকি ঈদের জন্য নতুন পোশাক কেনার আগ্রহ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না তাদের। তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বালিয়াঘাট নতুন বাজারে গিয়ে দেখা যায়, হাওর এলাকার নি¤œ আয়ের মানুষের সন্তানরা ঈদের জন্য নতুন জামা কিনে দেওয়ার বায়না ধরছে। কেউ কেউ সন্তানদের নিয়ে বাজারে গিয়ে পোশাকের দাম শুনে কিনতে হিমশিম খাচ্ছেন। অনেকেই আবার সন্তানদের নতুন কাপড় কিনে দিতেই পারছেন না। উপজেলার বাদাঘাট বাজার, তাহিরপুর সদর বাজার, বালিয়াঘাট নতুন বাজার, বড়ছড়া জয় বাংলা বাজার, শ্রীপুর বাজারসহ কয়েকটি বাজারে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুর দামই এখন নাগালের বাইরে। এজন্য জীবনধারণ হয়ে পড়েছে কঠিন। এমতাবস্থায় ঈদে নতুন কাপড় কেনা কিংবা কোরবানি দেওয়া আকাশকুসুম কল্পনা। তারা এও বলেন, যদি বোরো ফসল ঘরে তোলা যেতো, তবে এরকম অবস্থা হতো না।

তাহিরপুর সদর বাজারের এক কাপড় ব্যবসায়ী জানান, এখনও ঈদ বাজার জমে ঊঠেনি। মানুষের হাতে এ বছর টাকা না থাকায় ঈদ বাজার জমে উঠবে কিনা সন্দেহ আছে।

উপজেলার বাদাঘাট বাজারে গিয়ে দেখা যায়, গরুর হাটে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতা তেমন নেই। যে কয়জন আছেন, তারাও দাম বেশি হওয়ায় গরু কিনতে পারছেন না।

কলাগাঁও বাজারে ছোট ছেলে-মেয়ে নিয়ে বাজার করতে আসা কৃষক তোতা মিয়া, আইনাল হক, আনিস মিয়ার জানান, হাওর ডুবে ফসল তলিয়ে যাওয়ায় এ বছর কষ্টে দিনাতিপাত করছেন তারা। এরই মাঝে সন্তানদের বায়নায় কোনোরকমে তাদের জন্য জামাকাপড় কিনে দিয়েছেন।

শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য জানান, এবছর হাওর ডুবা আর বন্যায় হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকরা ফসল ঘরে তুলতে না পারায় এবং বড়ছড়া, চারাগাঁও বাগলী শুল্কস্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ থাকায় কোরবানির গরু কেনা কিংবা পরিবারের জন্য কাপড় কিনতে হিমশিম খাচ্ছে হাওরের মানুষ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com