নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে গরু না পাঠানোয় স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে মোহাম্মদ ইলিয়াছ (৪০) নামের এক পাষন্ড স্বামী। চট্টগ্রাম মহানগরের মিয়াখান নগর এলাকায় এই ঘটনা ঘটেছে ঈদের পরদিন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর রোববার ঘটনাটি জানাজানি হয়।
মারধরের শিকার গৃহবধূ দিনা আক্তারকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের পর পালিয়ে গেছে স্বামী ইলিয়াছ।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে বলেন, বেধড়ক মারধরের ফলে দিনার হাতের আঙুল ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন তিনি। এই ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন দিনা আক্তার। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
স্থানীয় সূত্র জানায়, দেড় বছর আগে মিয়াখান নগরের মৃত মাইজ্জ্যা মিয়ার ছেলে ইলিয়াছের সঙ্গে দিনার বিয়ে হয় পারিবারিকভাবে। বিয়ের সময়ই টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ যৌতুক দেওয়া হয় দিনার পরিবারের পক্ষ থেকে। এরপরও চলতি বছর কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে গরু দাবি করে আসছিল ইলিয়াছ।