সিলেটের আলোঃঃ একজন অসুস্থ মায়ের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা মেম্বার তারেক, কখনো যদি জানতে পারেন কোন রোগীর রক্তের প্রয়োজন তাহলে নিজের পরিচয় গোপন রেখে মানবতার টানে রোগীর পাশে দাঁড়ান আর বলেন মনের ভয় দূর করুন স্বেচ্ছায় রক্তদান করুন এই স্লোগানকে সামনে রেখে প্রায় ৫ বছরে এ পর্যন্ত নিজেই ৯ বার স্বেচ্ছায় রক্ত দান করার পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষকে ও বন্ধু বান্ধবকে স্বেচ্ছায় রক্ত দানের উৎসাহিত করেন মেম্বর তারেক, ও তার ফলে ইতিমধ্যে বন্ধু-বান্ধবদের কাছে ‘রক্তের ফেরিওয়ালা’ তারেক মেম্বার নামে পরিচিত লাভ করেন
রক্তের ফেরিওয়ালা নামে পরিচিত সেই
যুবকের নাম তারেক আহমদ বর্তমান মেম্বার তিনি সিলেটের গোলাপ গন্জ উপজেলার ৪ নং লক্ষীপাশা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার , তারেক ছোট বেলা থেকে সামাজিক সংগঠনের সাথে জড়িত এলাকায় অনেক সুনাম রয়েছে ও দুইবার মেম্বার নির্বাচিত হন তারেক আহমদ । বর্তমানে সে একজন এলাকার সক্রিয় মেম্বার । তারেক আহমদের সাথে আলাপকালে জানা যায় যে কোন একদিন প্রাইভেট হাসপাতালে রক্তের অভাবে একজন রোগীর করুণ মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখে সে (তারেক ) সেই রোগীর এমন মৃত্যুর দৃশ্য দেখার পর থেকে রক্তের অভাবে যাতে আর কারও এমন করুণ মৃত্যু না হয়, সেজন্য নিজে স্বেচ্ছায় রক্ত দেওয়ার পাশাপাশি অন্যদেরকেও স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করে তুলার কাজ শুরু করে তারেক আহমদ।