সিলেটের আলো:: সংসদে জাপা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে: জিএম কাদেসংসদে জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দললের ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে দলটির কো- চেয়ারম্যান জিএম কদের বলেছেন, দেশের স্বার্থে যেকোনো সংস্কার ও সংশোধনে সংসদে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে। শনিবার বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের জিএম কাদের বলেন, ‘সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সে কথা বিবেচনা করেই জাতীয় পার্টি আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে।’ পার্টির চেয়ারম্যান সুস্থ আছেন জানিয়ে জি এম কাদের বলেন, ‘এরশাদ ভালো আছেন। তিনি সংসদ সদস্য হিসেবে শিগগিরই শপথ নেবেন।’ এসময় জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।