গাবতলী(বগুড়া)থেকে আতাউর রহমান : বগুড়া গাবতলীর রামেশ্বরপুর মাঝপাড়া কুসুমকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে এমদাদুল হক বিনাপ্রতিদন্ডিতায় সভাপতি নির্বাচিত হন। এছাড়াও বিদ্যোৎসায়ী সদস্য আবু বক্কর সিদ্দিক,দাতা সদস্য রুহুল আমিন লেবু,মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফজলার রহমান,অভিভাবক সদস্য পুরুষ গোফ্ফার শাহ ও পিন্টু মিয়া, মহিলা সদস্যা নুরুন্নাহার বেগম ও বুলবুলি বেগম,বিদ্যেৎসায়ী মহিলা সদস্য জীবন ন্নাহার,শিক প্রতিনিধি বাদশা মিয়া ও সদস্য সচিব প্রধান শিক্ষক আতাউর রহমান নির্বাচিত হন। সভায় রামেশ্বপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও সাংবাদিক মুহাঃ আবু মুছাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।