সিলেটের আলো, রিপোর্ট : সিলেট-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী উছমান আলী বলেছেন, সামনে লাঙ্গলের সু’দিন আসছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এরশাদের হাতকে শক্তিশালী করুন। তিনি বলেন, আমি আপনাদের মূল্যবান ভোটে এমপি হতে চাই না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এসময় তিনি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে লাঙ্গল প্রতীকে সকলের কাছে ভোট প্রার্থনা করে। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথ সভা এসব কথা বলেন তিনি। এসময় এলাকার বিশিষ্ট মুরব্বী, সুশীল সমাজ, যুব সমাজসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।