সিলেট প্রতিনিধি : শনিবার সিলেটের ফেন্সুগঞ্জ হাকালুকি হাওর পাড় ও মনিপুর চা বাগানে শুটিং হলো বিশেষ নাটক মায়ার বন্ধু নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বগুড়ার কৃতি সন্তান ও উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার সিলেট প্রতিনিধি এম.এ.সাবলু হৃদয়। নাটকে অভিনয় করেছেন,জয়পুরহাটে ছেলে মডেল ইয়ামিন হোসেন,সিলেটর মডেল ফারিয়া আক্তার,মিজানুল ইসলাম মিজান,নাজমা,অনিক,এমরান প্রমুখ।
নাটকের গল্পে দেখা যায়,একদিন ঘটনাক্রমে হৃদয় আবিস্কার করে জয়পুরহাটে ছেলের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে সিলেটের অনিকের বন্ধুর বাড়িতে বেড়াতে এসে তার ছোট বোনের প্রেমে পড়ে যায় ইয়ামিন প্রেমের শেষ পরিনিতি কি হয় কারণ জানার জন্যে দেখতে হবে নাটকের শেষ দৃশ্য পর্যন্ত।
এ সম্পর্কে নাট্যকার এম.এ.সাবলু হৃদয় জানান,মায়ার বন্ধু নাটকে রোমান্টিক আবহের মধ্য দিয়ে একটি সামাজিক ও সমসাময়িক বার্তা দিতে চেয়েছি। আশা করি,দর্শক তা দেখে বিনোদনের পাশাপাশি সচেতন হবে। পরিচালক জানান,নাটকটি আবেগের ও ভালোবাসার। সম্পাদনা শেষ হলে শিগগিরই একটি নাটকটি দেখতে পাবেন bogura tv ইউটিউব চ্যানেল। নাটকটি দেখতে এখনি সাবস্ক্রাইব করুন bogura tv ইউটিউব চ্যানেল।