স্টাফ রিপোর্টার : নদীর পানিতে পড়ে এক বৃদ্ধ লোক হাবুডুবু খাচ্ছে কিছু ছেলে-মেয়ে তাকে পানি থেকে না তুলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত অবশেষে লোকটিকে পানি থেকে তোলা হয়। আসলেই এই সেলফি দিয়ে তারা কি করবে নানা প্রশ্নো লোকটি মনের মাঝে। নাটকটি না দেখলে পুরো ঘটনা পরিষ্কার হওয়ার নয়। ফেসবুক নামের নাটকটির শুটিং গত ১-০৮-১৭ ইং থেকে শুরু হয় এবং ২৬-০৮-১৭ ইং তারিখে শেষ হয়। সিলেটের বিভিন্ন বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকটির কাহিনি সাজিয়েছেন উদীয়মার পরিচালক এম.এ.সাবলু হৃদয় । নাটকটির চিত্র ধারণ করছেন আব্দুল মান্নান। ড্রোন ব্যবহারে ছিলেন আরিফিন হক। রূপ ও অঙ্গসজ্জায় শিপলু রাহাত, ক্যামেরা সহকারী শাকিল ও সজল আলী। প্রযোজক ছয়ফুল আলম পারুল বলেন,দর্শকদের জন্য বরাবর পরিচালক এম.এ.সাবলু হৃদয় নতুন কিছু উপহার দেন এবার ও তার কোন ব্যতিক্রম করেননি। ফেসবুক এর সুফল ও কুফল দুটই এই নাটকে দেখা যাবে।