সিলেটের আলোঃ জনপ্রিয় অনলাইন পত্রিকা www.bdjahan.com এর সম্পাদক এম.এ.সাবলু হৃদয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস । দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ । পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা । ঈদের এ খুশী ধনী , দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুখ , শান্তি ও সমৃদ্ধি কামনা করেন । শুভেচ্ছা বার্তায় আরো বলেন,বিশ্বব্যাপী করোনা আতঙ্কের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ও গণ জামায়াত যেনো না হয়, কুলাকুলি না করে সরকারের নিয়ম অনুযায়ী ঈদ উদযাপনের আহ্বান জানান।
সেই সাথে আশা প্রকাশ করেন মহান করুণাময় আল্লাহ যেন আমাদের রমজান মাসের রোজাগুলি , সালাতুল কেয়ামা ( কদরের নামাজ ) যাকাত – ফেতরা কবুল করে নেন । এই পবিত্র রমজান মাসের উছিলায় আল্লাহ যেন আমাদের সকলের পাপ মোছন করে বিশ্বকে করোনা ভাইরাস মুক্ত করে দেন,