এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর অকাল মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন, শোভন (৬) ও নাহিদ (৬)।
বৃহস্পতিবার (০৩আগস্ট) সকাল অনুমান ১১টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া।
শোভন ওই গ্রামের মাহের আলীর ছেলে এবং নাহিদ একই গ্রামের ময়নুলের ছেলে বলে জানা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিদ মাহমুদ খান শিশু ২টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উল্লেখিত এলাকার বাড়ির পাশে ২টি শিশু খেলা করছিল এসময় অাকস্বিক ভাবে একজন পুকুরে পড়ে গেলে অপর খেলার সাথী তাকে তুলতে গেলে সেও পানিতে ডুবে মারা যায়। এঘটনায়
ওই গ্রামের বাসিন্দা রাসেল নামের এক ব্যক্তি জানান, শিশু ২টি বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করতে দেখে ছিলাম। সকাল ১১টায় প্রথমে শোভন ওই পুকুরে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে তার সংঙ্গী নাহিদ পুকুরে ঝাঁপ দেয় এবং সেও ডুবে যায়। পরে গ্রামবাসী তাদের মৃত লাশ উদ্ধার করে।
রাসেল মাহমুদ বলেন, ঘটনার সময় সেখানে ২ দুই শিশু ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। তবে দূর থেকে নাহিদের দাদি কল্পনা বেগম ওই ঘটনাটি দেখেছিলেন। কিন্তু অনেক দূরে থাকায় তিনি দৌড়ে গিয়েও তাদের বাঁচাতে পারেনি। নাহিদ তার বাবা-মার একমাত্র সন্তান ছিল। ২শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।