সিলেটের আলো:: ছাড়েনা আমার গাঁয়ের টান
কোকিল পাখির ঐ গান
প্রভাত রবির রৌদ্র মায়া
বটমূলে শান্ত ছায়া
শাপলা ফুলের ঐ ঝিল
নিল আকাশে গাঙচিল
ভোরে শিশির ভিজে পায়ে
ধুলাবালি মাখা গায়ে
কাদা মাখা কৃষক যায়
মাল্লা মাঝি গান গায়
রাখাল তুলে বাঁশির সুর
গাঁ যেন মোর রাঙ্গাফুল।