মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ আজ ( ০৯ মে ) বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে পালিত হবে, শেষ বৈশাখী উৎসব। কথিত আছে শাহ সুলতান, হজরত ইবরাহিম বিন আদহাম বলখী ( র:) এর মহাস্থান গড়ে আগমন, মহাস্থান গড় অধিপতি হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে ইসলামের ঝান্ডা উড়িয়ে ছিলেন যেদিন, সে দিনটি ছিলো বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। সেই থেকে প্রতি বছর সুলতান সাহেবের ভক্তগন বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আয়োজন করে থাকেন বিজয় উৎসবের। তারই ধারাবাহিকতায় জমজমাট ও উৎসবমুখর পরিবেশে এবারেও উদযাপন করা হবে বিজয় উৎসব। হযরত শাহ্সুলতান মাহমুদ বলখী (র:) এর ইতিহাসকে স্মরন করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহসম্পতিবার বিনা প্রচারনায়, বিনা দাওয়াতে একদিন এক রাতের জন্য লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। বিশাল এক মিলন মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে মহাস্থান ও আশপাশের এলাকা। কয়েকদিন পুর্ব থেকেই এ উৎসব উপলক্ষে দেশ ও বিদেশ থেকে জটাধারী সাধুসন্ন্যাসীরা আগমন করেছেন। এসেছেন অনেক বাউল গানের শিল্পী। বৃহস্পতিবার রাতভড় চলবে শরিয়ত, মারেফত সহ বিভিন্ন গানের আসর, চলবে নানা ধরনের মজমা। মাজার মসজিদে অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল ও ইবাদত বন্দেগি। কেউ কেউ রাত্রী যাপন করে ইবাদত বন্দেগি করবেন।
স্থানীয় ব্যবসায়ীরা শত শত মন কটকটি মজুদ রেখেছেন মেলা উপলক্ষে । বসেছে অনেক অস্থায়ী হোটেল সহ সবধরনের দোকান পাট ।
এ উৎসব সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে সফল করার লক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শিবগঞ্জ থানা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
অনুষ্ঠান উপলক্ষে গত সোমবার ( ৬ মে ) মহাস্থান মাজার চত্বরে সুধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।