আকাশপথের উড়োজাহাজ যাচ্ছে সড়ক পথে। পরিত্যক্ত সেই এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে যেতেই পথে পথে যত বিপত্তি। কলকাতার পর এবার দুর্গাপুর। এর আগে যশোর রোডে বিমানসহ ট্রেলার ঘোরাতে গিয়ে দীর্ঘক্ষণ আটকে গিয়েছিল যান চলাচল। কোনোভাবে সরিয়ে নিয়ে যাওয়ার পথে এবার আটকে গেল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-র মেনগেটের কাছে ওভারব্রিজের নিচে। আর সেই বিমান দেখতে ভিড় জমে গেল উৎসাহী জনতার।
কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানায়, বিমানটিকে সার্ভিস রোড দিয়ে নেয়ার সময় এমন বিপত্তি ঘটে। পথ দিয়ে গাড়ি আর পথচারীরা যাওয়ার পথে বিমানটি দেখতে সবাই দাঁড়িয়ে যান। পাশাপাশি এলাকাবাসীও ভিড় জমান। ওই ট্রেলারের চাকা খুলে কিছুটা নিচু করলেও ওই ব্রিজের নিচ দিয়ে বিমানটি নিয়ে যাওয়া কার্যত সম্ভব নয়। এ কারণে আপাতত রাস্তার পাশে বিমানসহ ট্রেলারটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
জানা গেছে, কলকাতা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৩৭ বিমান। দীর্ঘদিন ধরে ডাক বিভাগের কাজে ব্যবহার হওয়ার পরে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর সম্প্রতি এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বেসরকারি সংস্থা ওই বিমানটি কিনে নেয়। মূলত অত্যন্ত উন্নত মানের অ্যালুমিনিয়াম দিয়ে বিমানের বাইরের অংশ তৈরি হয়। ওই অ্যালুমিনিয়ামের দাম খুব বেশি। সেই অ্যালুমিনিয়াম অন্য কাজে ব্যবহারের জন্যই কিনেছে ওই বেসরকারি সংস্থাটি।ওই সংস্থার কারখানায় নিয়ে যাওয়ার জন্য শনিবার দমদম বিমানবন্দর থেকে বের করা হয় বিমানটি। যশোর রোডের বিপত্তি কাটিয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে দুর্গাপুর হয়ে জিটি রোড দিয়ে যাচ্ছিল সেই বিমানটি। একটি ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্গাপুরে গিয়ে ফের বিপত্তি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মেন গেটের কাছে জিটি রোডের ওপর ওভারব্রিজে আটকে যায় ওই বিমানটি।