সিলেটের আলো:: ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো আট জন।
শনিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উনিশমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনায় আহত আট জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি বলেন, এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বলে বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন।
এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।