কক্সবাজার প্রতিনিধি : বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে গিয়ে ঢাকার এক তরুণীর মৃত্যু হয়েছে, যার জন্য সন্দেহভাজন হিসেবে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত স্বর্ণা রশিদের (২১) বাড়ি পুরান ঢাকার চকবাজারের বেগম বাজার এলাকায়। তার বাবা একজন ব্যবসায়ী। ‘এ’ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান জানান, গত শুক্রবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় স্বর্ণাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধুরা। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান তারা। পরে রাতে আবার তাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওয়ালী আহমদ খান নামে স্বর্ণার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজের।
নিহতের সঙ্গে বেড়াতে আসা বন্ধু ও হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিদর্শক খায়রুজ্জামান বলেন, শুক্রবার সকালে কয়েকজন বন্ধুসহ স্বর্ণা কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল জামানে ওঠেন। বিকালে তারা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে হোটেলে ফেরেন। এরপর স্বর্ণা অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা অজ্ঞান অবস্থায় স্বর্ণা রশিদ নামের এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনা বন্ধুরা চিকিৎসককে জানিয়েছে, হোটেল কক্ষে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে স্বর্ণা অজ্ঞান হয়ে পড়ে। এর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে স্বর্ণাকে ঢাকায় নেওয়ার কথা বলে তাকে নিয়ে তারা হাসপাতাল ছাড়ে। এর ঘণ্টাখানেক পর তাকে আবারও হাসপাতালে নিয়ে আসে বন্ধুরা। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। স্বর্ণার মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ অবহিত করেন বলে জানান তিনি।
স্বর্ণার মৃত্যুর কারণ বের করতে কক্সবাজার সদর হাসপাতালে তার ময়নাতদন্ত হয়েছে জানিয়ে পরিদর্শক খায়রুজ্জামান বলেন, ময়নাতদন্তে শুধু ইয়াবা সেবন নয়, তিনি বন্ধুদের দ্বারা ধর্ষিত হয়েছেন কি না তার আলামত সংগ্রহ করেছেন চিকিৎসকরা।
এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে কক্সবাজার গিয়ে পৌঁছেছেন স্বর্ণার বাবা। তার বরাত দিয়ে পরিদর্শক খায়রুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে ‘মামা বাড়ি বেড়াতে যাওয়ার’ কথা বলে ঢাকার বাসা থেকে বের হয়েছিলেন স্বর্ণা। পরে মেয়ের মৃত্যুর খবর শুনে জানতে পারেন বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তিনি। শনিবার রাতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক।
তিনি বলেন, বেড়াতে আসা এক তরুণীর মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে যায় পুলিশ। তবে ততক্ষণে তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধুরা পালিয়ে যায়, সেখানে শুধু ওয়ালী আহমদকে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।