নিজস্ব প্রতিবেদক : করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির র্যাফেল ড্র অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় করিম উল্লাহ মার্কেট কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী পৃষ্টপোষক আলহাজ্ব আমান উল্লাহ, স্বত্ত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম, কুদরত উল্লাহ ফাহের, আতা উল্লাহ সাকের, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির র্যাফেল ড্র আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পাভেল, সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকারিয়া আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, অর্থ সম্পাদক মাজেদুল আহমদ মিশু, প্রচার সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, এহসান আহমদ জাহেদ, সদস্য আবুল হারিছ, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল কাইয়ূম, সমাজকল্যাণ সম্পাদক আবুল ফয়েজ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্ব ও বিটিবি’র সহকারী ক্যামেরাপার্সন নুরুল ইসলাম, দৈনিক সিলেট সুরমা’র পত্রিকার ফটো সাংবাদিক ইমরান আহমদ, কৃতিশ তালুকদার, রনি আহমদ প্রমুখ।
র্যাফেল ড্র এ মোট ৫৯টি পুরষ্কার ছিল। ১ম বিজয়ী পুরস্কারের টুকেন নং ১৩৪৯৫০, ২য় ৪০৮৩৬, ৩য় ১০৩০৪৩, ৪র্র্থ ৭৩১৮৩, ৫ম ৭১৪১৯, ৬ষ্ঠ ৫৮৬২০, ৭ম ১৩০৩১২, ৮ম ২৮৭০৩, ৯ম ১৩২৭১৮, ১০ম ১০৩৬৬০।
বিজয়ীরা ৭ দিনের মধ্যে পুরষ্কার নেওয়ার জন্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক বরাবর আবেদনের জন্য আহ্বান করা হয়েছে।