সিলেটের আলোঃঃ সিলেট জেলা তথ্য অফিস ব্যবস্থাপনায় ১৪দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে করণীয় বার্তা প্রচার কার্যক্রম চালিয়েছে। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রচার কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে এই প্রচারনা অভিযান সম্পন্ন হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় সিলেট জেলা তথ্য অফিস পহেলা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সিটি কর্পোরেশনসহ প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে। তাছাড়া প্রচারণাকালে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান, গত ১ এপ্রিল জকিগঞ্জ উপজেলায় প্রচার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুই সপ্তাহব্যাপী এ প্রচার কার্যক্রমের শুরু হয় এবং আজ ১৪ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উক্ত প্রচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি বলেন, জনসাধারণকে এই মুহুর্তে করোনাভাইরাস সংক্রমরোধে করণীয় বিষয়ক স্বাস্থ্য বার্তা সম্পর্কে সচেতন করতেই এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।