নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, করোনার উপসর্গ থাকায় বুধবার সকালে নমুনা দেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁর রিপোর্ট পজেটিভ আসে।