শনিবার রাত ১০টায় বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে এ হামলার স্বীকার হন আরিফ। এসময় তার ক্যামেরা ও ভাংচুর করেন কামরানের সমর্থকরা।এতে গুরুতর আহত হন তিনি।
হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান- শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা আরিফের উপর চড়াও হন। একপর্যায়ে কামরানের ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০ থেকে ১২জন উচ্ছৃঙ্খল যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে।
ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে ওসমানীর তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।