কাহালু (বগুড়া) প্রতিনিধি : রোববার সকালে বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সহকারি শিক্ষকদের আইসিটি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আরা খানম প্রমূখ।