আজ সোমবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কর্মদা ইউনিয়নের টাট্টিউলী এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
রিমা এই এলাকার মন্তাজ আলীর মেয়ে। সে হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়- সকাল ১০টার দিকে বাড়ির গোয়ালঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিমাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে অবগত করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাদিম খান বলেন- পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।