গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম ইউনুস আলী সরকার (৫৫)। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শ্রীপুরে গত সোমবার ওই ছাত্রী স্কুল শেষে বিকেলে শিক্ষক ইউনুস আলীর কাছে কোচিং করতে যায়। এ সময় অন্য শিক্ষার্থীরা আসতে দেরী হওয়ায় কক্ষে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন ইউনুস। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠীরা এগিয়ে গেলে ওই শিক্ষক সেখান থেকে চলে যান।এ ঘটনায় ওই ছাত্রীর মা মঙ্গলবার শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের ঘটনার আরো অভিযোগ রয়েছে।