সিলেটের আলোঃঃ সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় আনিকা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভোলাগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের নুর ইসলামের মেয়ে এবং ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় টমটমসহ চালক শফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শিশুটি ভোলাগঞ্জ বাজারে রাস্তার পূর্বপাশে সায়েম স্টোরের পাশে দাঁড়ানো ছিল। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক টমটম ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।