সিলেটের আলোঃঃ আজ খন্দকার ট্রেড সেন্টারের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । এতে মার্কেটের কায্যকারী কমিটির সভাপতি জনাব আসাদুজ্জামান খাঁন উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন। ৪ নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আনোয়ার হোসেন আনু প্রধান অতিথি দায়িত্ব পালন করেন, সাধারন সম্পাদক জনাব কামাল আহমদ ও দিলিপ কুমার নাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির,আসাদুজ্জামান খান,প্রধান আহবায়ক,কামাল আহমদ, সদস্য সচিব,ফজলু মিয়া মন্টু,ক্যাশিয়ার,বেলাল আহমদ, সদস্য,এনায়েত হোসেন, সদস্য,মজনু মিয়া,সদস্য,মোঃ আহমদ হোসেন,সদস্য,মোঃহেলাল আহমদ, সদস্য।
কাওছার মিয়া, করোনা কালিন জনসচেতনতা সৃষ্টি ও মাক্স পরিধান করা। পরিস্কার পরিচ্চন্নতা ও মার্কেটে আগত খরিদদারের সহিত সু ব্যবহার করা এবং ভুক্তা আইন মেনে চলার পতি গুরুত্ব প্রধান করা হয়!