সিলেটের আলো, ছাদিকুর রহমান সুহেলঃঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ কথাটি এখন অনেকটাই সত্যি কথা বলে মনে হয়! সিলেটের দক্ষিন সুরমা মেনিখলা এলাকার সন্তান ডাঃ এম আর হাসান গরিবের ডাক্তার নামে পরিচিত ছিলেন, ও সিলেট ডায়াবেটিক হাসপাতাল এর সাবেক সুপারেন্টেন ডাঃ রাশেদুল হাসান স্যার আমাদের মাজে নাই এই কথা অনেক কষ্টের সাথে বলেন সিলেট ডায়াবেটিক হসপিটাল এর স্টাফ হেলিম, কিন্তুু আজ স্যারের স্মৃতি আজও আমার চুখে ভাসে আমরা দুই ভাইকে ডেকে চাকরি দিয়ে ছিলেন ও ঈদ আসলে আমাদের বাসায় ঈদ উপহার দিতেন, মৃত্যুর কিছু দিন আগে আমাদের বাসায় ঈদ উপহার দেন আমার ছোট ভাই সামিমের কাছে স্যার ব্যাক্তিগত জীবনে ওনেক ভালো ছিলেন!
তাঁহার জীবন আদর্শ ছিল ওনেক ভালো, নিজের এলাকা ও গ্রামসহ বিভিন্ন গ্রামের মানুষকে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে এসেছেন ও নিজের এলাকা বা অন্য এলাকায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন তিনি। গরিব-অসহায় মানুষকে বিনা টাকায় চিকিৎসা ও ফ্রী ওষুধ ও ইনসুলিন দিতেন বা নগদ টাকা দিয়েছেন ও অনেক দরিদ্র ও অসহায় মানুষকে চাকরি দিয়েছেন বা অনেক গরীব রোগীর মেয়ে বিয়ে দিতে পারছে না মুখ খুললে বিয়েতে টাকা দিয়েছেন তিনি, সিলেট দক্ষিন সুরমা কদমতলি ও মেনিখলার মানুষের কাছে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের কাছে তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয় একজন ভালো ডাক্তার। এ কারণে এলাকার মানুষ তাকে গরিবের ডাক্তার হিসেবে সম্বোন্ধন করতেন।
এলাকার মানুষের কাছে রাশেদুল হাসান এতটাই জনপ্রিয় ছিলেন গরিবের ডাক্তার বলে মানুষ চিনত ডাঃ রাশেদুল হাসান এলাকায় তিনি মানুষের কাছে গরিবের ডাক্তার স্বীকৃতি পান।
তার মৃত্যুতে চরম বিপাকে এখন এলাকার গরিব আর খেটে খাওয়া মানুষ।