ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা : গাইবান্ধা ফুলছড়ি-সাঘাটা(০৫) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার এ্যাড ফজলে রাব্বি মিয়া এমপি গাইবান্ধায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মাঝে ত্রান বিতরন করেছেন। আজ (১৭ আগষ্ট)ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে এ ত্রান বিতরন করা হয়। এ সময় মোট পাঁচ হাজার পরিবারের মাঝে চাল,ডাল,চিরা,চিনিসহ শুকনো খাবার বিতরন করা হয়।
পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ,ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অনান্য নেতা কর্মীরা।