আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী সদর খাদ্য গুদামে সরকারীভাবে অভ্যন্তরীণ ইরি বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১৪ই এপ্রিল মঙ্গলবার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নুসরাত জাহান বন্যা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু স¤্রাট খান, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন পাইকার, সাধারণ সম্পাদক লতিফুল বারী মিন্টু, গাবতলী সদর ও সুখানপুকুর খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস বারী সরকার, সাবেকপাড়া খাদ্য নিয়ন্ত্রক শম্ভু কুমার বিশ্বাস প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু স¤্রাট খান জানান, এবার গাবতলী সদর, সাবেকপাড়া ও সুখানপুকুর খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ৪৫টাকা দরে ১৮’শ ১৮ মেঃ টন চাল এবং কেজি প্রতি ৩২টাকা দরে ১১’শ ৫৫ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।