গাবতলী(বগুড়া) প্রতিনিধি : গাবতলীর সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান করার ঘটনা ঘটেছে। মেয়ের পারিবারিক সুত্রে জানাগেছে বিগত দেড় বছর যাবত করিমপাড়া গ্রামের মোহাম্মাদ আলী ফকিরে কন্যা মনিকার সাথে একই গ্রামের আব্দুর রশিদের পুত্র সাকিল প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিকা জানান,সাকিল মাঝে মধ্যে মোবাইলে ফোন , মেসেজ ও তার সাথে তার শ্বয়ন ঘরে রাত্রি যাপন করতো।এরিই ধারাবাহিকতায় গতশুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সাকিল মনিকার ঘড়ে ঢুকে পড়লে মনিকার বাবার নজরে পড়ে এবং কৌশলে লোকজন ডেকে সাকিলকে ধরে ফেলে। সাকিলের বাড়ির লোকজন রাত্রিতেই কৌশল করে সাকিলকে বাড়ি নিয়ে গিয়ে পালিয়ে দেয়। পরদিন সকাল শনিবার স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মিমাংসার জন্য সালিশ করে ব্যর্থ হয়। এরিপোট লেখা পর্যন্ত মনিকা সাকিলের বাড়িতে গিয়ে অবস্থান করিতেছে। সাকিলের বাবা রশিদ জানান, রাতে তার ছেলে মেয়ে বাড়িতে গিয়েছিল এব্যাপার সে সকালে জেনেছে এবং বিষয়টির জন্য মেয়ে পক্ষের কাছে সময় চেয়েছে।