সিলেটের আলো:: সিলেট গোটাটিকর এলাকার এক অপহৃত যুবককে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত যুবকের নাম জাবেদুর রহমান জাবেদ(৩০)। সে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. আখতার হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করলে পুলিশ প্রযুক্তি সহযোগিতায় ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় মো.রাব্বী (১৯) নামে অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত রাব্বি চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় পরদিন রোববার (১ মার্চ) মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়।বুধবার গণ্যমাধম্যে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, হারানোর সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ এটি নিয়ে কাজ করতে শুরু করে। এরমধ্যে গত রোববার (১ মার্চ) অপহরণকারীরা জাবেদের বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আর সেই ফোনকলের সূত্রধরেই পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় অপহরণকারীর অবস্থান চিহিৃত করে। পরে অবস্থান অনুযায়ী রাজধানী ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহরণকারী মো.রাব্বীসহ এজাহারনামীয় ৩ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপহৃতের বাবা থানায় মামলা দায়ের করেছেন।