গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের আবুল হোসেন (২৫) কে অপহরণ নয় মানব পাচারের অভিযোগে গ্রেফতার করে র্যাব। বুধবার (৯ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার বৈটিকর বাজার থেকে মানব পাচারকারীর সদস্য হিসেবে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। বৃহস্পতিবার (১০ আগস্ট) র্যাব-৯ এর সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন। গ্রেফতারের পর তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় তার কাছ থেকে অপহৃত মুক্তাদির নামের এক যুবককে উদ্ধার করা হয়। মুক্তাদির কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব পালজুড় গ্রামের জসিম উদ্দিনের পুত্র।
উল্লেখ যে, গত ১০ জুলাই জসিমের বাবা বাদি হয়ে কানাইঘাট থানায় একটি অপহরণ মামলা ( ৭/১০-৭) দায়ের করেন এবং তিনি সিলেট র্যাব -৯ এর নিকটও অভিযোগ করেন।
র্যাবের হাতে গ্রেফতারকৃত আবুল হোসেন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের মৃত তছরু মিয়ার পুত্র। পরিবারের অভিযোগ ছিল বৈটিকর বাজার থেকে আবুলকে জোরপূর্বকভাবে একটি কালো গ্লাসের মাইক্রবাস ( হাইএস) দিয়ে অজ্ঞাত কয়েকজন লোক তুলে নিয়ে গেছে। তবে কে বা কারা তাকে নিয়েছে তা নিশ্চিত হতে পারেনি তার পরিবার বা থানা পুলিশ।আবুলকে অপহরণের দাবি করে থানায় মামলা ও বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বৈটিকর বাজারে সিলেট -জকিগঞ্জ রোড প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রেখেছিল এলাকাবাসী।
এ ব্যাপারে শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসেরের সাথে যোগাযোগ করা হলে তিনি আবুলকে যে র্যাব গ্রেফতার করেছে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কানাইঘাট থানাই ওসি (তদন্ত) নুনু মিয়া বলেন, র্যাব-৯ আবুলকে আমাদের নিকট হস্তান্তরের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।