সিলেটের আলো গোলাপগঞ্জে চুরি করতে এসে মেম্বার দম্পতি এখন শ্রীঘরে
গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি :গোলাপগঞ্জ বাজারে চুরি করতে এসে জকিগঞ্জের এক ইউপি সদস্য দম্পতিকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদেরকে চুরির মামলায় পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি গোলাপগঞ্জ ও জকিগঞ্জে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবহান মেম্বারের স্ত্রী রোকিয়া বেগম (৪০) গোলাপগঞ্জ এ ওয়াহাব প্লাজার একটি কসমেটিক্স এর দোকান থেকে অপর একজন মহিলা ক্রেতার ব্যানেটি ব্যাগ চুরি করেন। ঐব্যাগে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিল। বিষয়টি সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়লে জনগন ইউপি সদস্য সুবহানের স্ত্রী রোকিয়া বেগমকে আটক করেন। স্ত্রী আটকের সংবাদ শোনে স্বামী সোবহান মেম্বার স্ত্রীকে রক্ষার জন্য তদবীর শুরু করেন। স্থানীয় লোকজনের বক্তব্য স্ত্রী যখন চুরি করে তখন স্বামী সোবহান মেম্বার ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছিলেন। চুরি পর পরই ব্যানেটি ব্যাগটি রোকিয়া বেগম তার সঙ্গে আসা মেয়ের হাতে তুলে দিলে মেয়েটি জকিগঞ্জগামী একটি বাসে উঠে চলে যায়। পরবর্তীতে জানা যায় সোবহান মেম্বারের স্ত্রী রোকিয়া বেগম এর পূর্বে বিয়ানী বাজার, চারখাই, জকিগঞ্জ, বড়লেখা, জুড়িসহ বিভিন্ন বাজারে চুরি করতে গিয়ে অতীতে বার বার ধরা পড়েছে। এমনকি গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বিয়ানীবাজার থানার ওসি থাকা কালীন সময়ে সেখানেও অন্য এক মহিলার স্বর্ণ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এছাড়া সুবহান মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন চুরি ডাকতির মামলা রয়েছে বলে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে জানান। এব্যাপারে বিয়ানীবাজার থানার নাটেশ^র গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র রেহান আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় চুরির অভিযোগে সোবহান মেম্বার, তার স্ত্রী রোকিয়া বেগমসহ অজ্ঞাত নামা আরও ২ জনকে আসামী করে মামলা দায়ের করলে গতকাল শুক্রবার স্বামী স্ত্রীকে পুলিশ আদালতে প্রেরণ করে। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন